আপনার আদেশক্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রতিবেদন কমিটির একজন সদস্য হিসেবে আমি নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপনা করছি।
বরাবর,
অধ্যক্ষ,
টির্চাস ট্রেনিং কলেজ, সিলেট
বিষয় : বার্ষিক ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আপনার আদেশক্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রতিবেদন কমিটির একজন সদস্য হিসেবে আমি নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপনা করছি।
টির্চাস ট্রেনিং কলেজ, সিলেট বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত।
১.‘ টির্চাস ট্রেনিং কলেজ, সিলেট বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ১ জানুয়ারি অনুষ্টিত হয় । ক্রীড়া কমিটির প্রধান ছিলেন কলেজের সমাজ বিভাগের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান।
২.দিনব্যাপী অনুস্টানের প্রথম দিন ( কিতা অইছে তা লিখবাই).............................................
..................................................................
এতে বিভিন্ন ইভেন্ট শিক্ষাথীরা অংশগ্রহন করে,।
৩.সেইম ভাবে দ্বিধীয় দিন কিতা কিতা অইছে তা দিবাই...............
৪.সমাপনি ও আলোচনা অনুস্টানে পুরস্কার প্রদান করা হয়, এতে সভাপতি করেন কলেজের অধ্যক্ষ, ( আরো কিতা কিতা অইছে তা দিবাই,) । এ পর্যায়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
সুপারিশঃ এধরনের অনুষ্টান কলেজে প্রতিবছর হওয়া উচিত, এতে শিক্ষক ও শিক্ষাথীর মাঝে সংবৃত সৃষ্টি হয়।
জাকির আহমদ
টির্চাস ট্রেনিং কলেজ, সিলেট
রোল: ৮৪
২৩ ফেব্রুয়ারি, ২০১৬, সকাল ৭ টা।