squid game Bangla review | স্কুুইড গেইম বাংলা রিভিউ
𝑺𝒆𝒓𝒊𝒆𝒔 : squid game
𝑻𝒐𝒕𝒂𝒍 𝒆𝒑𝒊𝒔𝒐𝒅𝒆𝒔 : 9
𝑰𝑴𝑫𝒃 𝒓𝒂𝒕𝒊𝒏𝒈 : 8.3/10
𝑷𝒆𝒓𝒔𝒐𝒏𝒂𝒍 𝒓𝒂𝒕𝒊𝒏𝒈 : 9.5/10
প্লটঃ ( নো স্পয়লার)
কথায় আছে ধনী আরও ধনী হয় আর গরিব আরও গরিব। গরিব এতই গরিব যে দারিদ্র্যের কারনে ঋনে পড়ে নিজের মেয়ের জন্মদিনে একটু ভালো খাবারও খাওয়াতে পারেনা, নিজের মায়ের চিকিৎসা করতে পারেনা, নিজের সন্তান নামি দামি হাসপাতালে জন্ম না দিয়ে রাস্তার কোনো এক কোনে জন্ম দেয়,টাকার অভাবে নিজের ভাইকে ইতিম খানা থেকে ছাড়িয়ে নিজের কাছে আনতে পারেনা, ঋনের টাকা পরিশোধ করতে না পারায় নিজের মা পরিবার থেকে দূূরে থাকে। টাকার অভাবে যখন আপনি নিঃস্ব হওয়ার পথে তখনই যদি কেউ এসে আপনাকে বলে বাচ্চাদের গেম খেলতে এবং গেমের উইনিং প্রাইজ হচ্ছে ৪৫৬ বিলিয়ন ওন! তাহলে কি আপনি সেই সুযোগ লুটে নিবেন না? রাস্তার পাশে অনাহারে মরার চেয়ে গেম খেলে ৪৫৬ বিলিয়ন ওন জিতার সুযোগ কে হাত ছাড়া করবে? হাত ছাড়া না করার জন্য এমন ৪৫৬ জন প্লেয়ার এই গেমে অংশগ্রহণ করে। এদের জন্য ৬ টি বাচ্চাদের গেম আয়োজন করা হয়েছে। যে এই ৬ টি জিতবে সেই পাবে ৪৫৬ বিলিয়ন ওন। কিন্তু এই গেম কি আসলেই এত সহজ? এত সহজ যে কথা নাই বার্তা নাই আপনার সাথে চেনা জানা নাই আপনাকে ৪৫৬ বিলিয়ন ওন দিয়ে দিবে? আসলে এই উইনিং প্রাইজ জিততে হলে আপনাকে কি করতে হবে? এসব জানতে অবশ্যই নেটফ্লিক্সের এই মিনি সিরিজটি দেখতে হবে।
ইতিমধ্যে ১৭ সেপ্টেম্বর রিলিজ হয়ে স্কুইড গেম কোরিয়ার অন্যতম আরেক হিট সিরিজ সুইট হোম এর রেকর্ড ব্রেক করেছে। সুইট হোম সিরিজের পয়েন্ট ছিল ৪২৮ যেখানে স্কুইড গেমের পয়েন্ট হয়ে গেছে অলরেডি ৫৬২। স্কুইড গেম এখন নেটফ্লিক্সের হাইস্ট রেটেড কোরিয়ান সিরিজ।
