ফ্রিল্যান্সিং এ সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী কেন
#ফ্রিল্যান্সিং_এ_সফলতার_চেয়ে_ব্যর্থতার_পাল্লা_ভারী_কেন ?
আজকাল মানুষের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে ; কিন্তু বেশিরভাগ নতুনরাই সফল হওয়ার পরিবর্তে ব্যর্থ হচ্ছেন ; এর কারণ ? -
এ প্রফেশন আপনার জন্য ঠিক কিনা তা ভালোভাবে যাচাই না করেই চলে আসা ব্যর্থ হওয়ার অন্যতম কারন ।
"এলাম, দেখলাম, জয় করলাম" এমনটা কবে কোথায় হয়েছে বলতে পারেন? সবকিছু এত সহজ! না ;
পৃথিবীর কোন কাজ ই এত সহজ নয়, অনেকের ধারনা-পৃথিবীর মধ্যে সবথেকে সহজ কাজ ফ্রিল্যান্সিং। বিশেষ করে নতুনদের। আসলাম কম্পিউটার নিলাম, ট্রেনিং নিলাম, হাজার হাজার ডলার ইনকাম করলাম। বাস্তবতা পুরোটা ভিন্ন। এতোটা সহজ হলে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি এই সেক্টরে থাকতো। বাস্তবতা তার উল্টো।
দেখুন-
# ধৈর্য কম- তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং নয়
# নতুন কিছু শেখার আগ্রহ কম, তাহলে এটা আপনার জন্য না।
# শেখার আগ্রহ অনেক বেশি কিন্তু অলস, তাহলে আপনার জন্য এই সেক্টর না।
# ভাবতেছেন কোন একটা ট্রেনিং নিবেন আর রাতারাতি স্কিল হয়ে যাবেন, আাবারও না
# নিজে নিজে গুগল, ইউটিউব থেকে সেখার আগ্রহ নেই, তাহলেও আপনি একদিন হতাশায় ভুগবেন। আপনার জন্য এটা না।
# সময়ের প্রেক্ষিতে নিজের স্কিলকে নিজেই সান দিতে হবে, আর এটা না পারলে, ফ্রিল্যান্সিং আপনার জন্য না।
মনে রাখবেন, কোন একটা বিষয়ের ওপর ট্রেনিং নেওয়াটাই সব না, এটা শুধু একটা রাস্তা দেখানোর একটা যন্ত্র। দিনশেষে রাস্তায় ওঠার পর পুরে রাস্তা চলতে হবে আপনাকেই। এবং এই চলার পথ প্রতিনিয়ত পরিবর্তন হবে, জোয়ার-ভাটা আসবে, বাধা আসবে, রাস্তা শেষ হয়ে যাবে, সেখান থেকে আবার নতুন করে রাস্তা তৈরি করে চলতে হবে ।
আমাদের ফ্রিল্যান্সারদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ডিমোটিভেটে হয়ে কোনো কাজ থেকে হাল ছাড়ার পরিস্থিতিতে চলে আসি। কারন আপনি তখন আপনার আশেপাশের এই সেক্টরের হয়তো খুব কম মানুষকে চিনেন যাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবেন ।দিনশেষে আপনার আশেপাশের মানুষের দ্বারাই আপনি মোটিভেট/ডিমোটিভেট হবেন।
মনে রাখবেন "মানুষ সেটাই পায়,যেটার জন্য সে চেষ্টা করে। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, শুধু কঠোর পরিশ্রম করে যেতে হবে।
আমাদের গ্রুপে জয়েন করুন: http://facebook.com/groups/FreelancerSchoolCommunit
আমার পেইজঃ http://facebook.com/jakirahmeds