উইন্ডোজকে ছাড়িয়ে যাবে অ্যান্ড্রয়েড !!!

উইন্ডোজকে ছাড়িয়ে যাবে অ্যান্ড্রয়েড !!! বাজার গবেষণাপ্রতিষ্ঠা ন গার্টনারের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী চার বছরের মধ্যেই মাইক্রোসফটের উইন্ডোজকে ছাড়িয়ে যাবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গার্টনার জানিয়েছে, বর্তমানে যতগুলো পণ্যে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহূত হয়, ২০১৬সাল নাগাদ তার চেয়েও বেশি সংখ্যক পণ্যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহূত হবে। ২৫ অক্টোবর গার্টনার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। চলতি বছরের সম্ভাব্য ১৫০ কোটি উইন্ডোজ-নির্ভর পণ্য হিসাব করে গার্টনারের বিশ্লেষকরা দেখেছেন, ২০১৬ সালনাগাদ উইন্ডোজ সফটওয়্যার ব্যবহূত হবে ২২০ কোটি ৮০ লাখ পণ্যে। আর ২০১৬ সালের শেষ নাগাদ ২৩০ কোটি কম্পিউটার, ট্যাবলেটও স্মার্টফোনে ব্যবহূত হবে অ্যান্ড্রয়েড সফটওয়্যার। গুগল ২০০৮ সালে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম তৈরির পর গত চার বছরে এ প্ল্যাটফর্ম দ্রুত বেড়েছে। স্মার্টফোন বাজারের দুই-তৃতীয়াংশ এখন অ্যান্ড্রয়েডের দখলে। ট্যাবলেট কম্পিউটারের বাজারেও দ্বিতীয় অবস্থান দখল করেছে অ্যান্ড্রয়েড। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরের কম্পিউটার বিক্রির হার ৮ শতাংশ কমে গেছে। কারণ হচ্ছে, ট্যাবলেট ও স্মার্টফোনের বিক্রি বেড়ে যাওয়া। কম্পিউটার বাজারে উইন্ডোজ দিয়ে এক দশকের বেশি সময় ধরে মাইক্রোসফট আধিপত্য ধরে রাখলেও স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান একেবারেই তলানিতে।
Blogger দ্বারা পরিচালিত.