মনে কর, মহাসড়কের কোন একটি স্থানে বার বার সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে থাকে। কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত কর।

মনে কর, মহাসড়কের কোন একটি স্থানে বার বার সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে থাকে। কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত কর।

তারিখ : আগস্ট ০১, ২০১৫

জেলা প্রশাসক
কুমিল্লা

বিষয় : সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রণয়ন।

মহোদয়

আপনার পত্র নং ২০১৫ ঢা.জে./১৫ মোতাবেক আদিষ্ট হয়ে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদনটি পেশ করা হলো।

আহমেদ জোবায়ের
/ উত্তর যাত্রাবাড়ি
ঢাকা।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর কত !!

আহমেদ জোবায়ের, ঢাকা : গত ৩০ জুলাই সকাল ৭টায় কুমিল্লার গৌরিপুর বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পরীবানু নামে এক গার্মেন্টসকর্মীর অকাল মৃত্যু ঘটে। ঘটনায় অন্তত দশজন মারাত্মকভাবে আহত হয়েছেন। হামিদ গার্মেন্টস- এর একদল মহিলা শ্রমিক কাজের উদ্দেশ্যে তাদের কর্মস্থলে যাচ্ছিল। গৌরিপুর বাসস্ট্যান্ডে আসতেই অন্যদিক থেকে দ্রুতবেগে ধেয়ে আসা একটি ট্রাক আচমকা পরীবানুদের বহনকারী বাসটিকে ধাক্কা দিয়ে কেটে পড়ে। পরীবানুদের বহনকারী বাসটি মুহূর্তেই উল্টে যায়। স্থানীয় পথচারীদের কয়েকজন এগিয়ে এসে বাসের মধ্যে আটকাপড়া যাত্রীদের বের করার চেষ্টা চালায়। কারও হাত, কারও পা, কারও শরীরের বিভিন্ন স্থান ছিন্নভিন্ন হয়ে যায়। বাসের সামনের দিকে সিটে আটকে পড়া পরীবানু নামের মেয়েটি আর বাঁচতে পারল না। ঘাতক ট্রাক তার জীবন প্রদীপ নিঃশেষ করে দিয়েছে। আর কোনোদিন সে কাজের সন্ধানে গার্মেন্টসে গার্মেন্টসে ঘুরবে না। জঠর জ্বালায় আর তাকে কঠোর পরিশ্রম করতে হবে না। বাসের চালক মারাত্মক ভাবে আহত হয়েছিল। আহতদের মধ্যে ১০/১৫ জনের অবস্থা আশংকাজনক। স্থানীয় জনগণের অকুণ্ঠ আন্তরিক সহযোগিতা প্রমাণ করেছে Ñ মানবতার মৃত্যু নেই। যার যতটুকু সামর্থ্য ছিল, তিনি ততটুকু দিয়েই এগিয়ে এসেছেন।

দেখা গেছে, স্থানটিতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। সরেজমিনে তদন্ত করে এর কতগুলো কারণ লক্ষ করা গেছে।

v স্থানটি জনকোলাহলপূর্ণ। রাস্তার দুপাশে হকাররা বাজার বসিয়েছে। প্রচুর দোকানপাটে ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে আছে।
v বেশ কয়েকটি লোকাল বাস সর্বদা জায়গাটিতে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকে।
v রাস্তাটি অপ্রশস্ত সরু বিধায় দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।
v স্থানে কোন ট্রাফিক পুলিশ থাকে না।

তাছাড়া ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রি বোঝাই করা, যান্ত্রিক ক্রটি, ট্রাফিক অব্যবস্থাপনা ইত্যাদি কারণগুলোও ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।
স্থানীয়দের সাথে আলোচনা করে স্থানে সড়ক দুর্ঘটনা রোধের জন্য কিছু সুপারিশ পেশ করা হল। সেগুলো হচ্ছে :

ক্স অনতিবিলম্বে রাস্তাটি প্রশস্ত করতে হবে।
ক্স ড্রাইভাররা যাতে মাদকমুক্ত থাকে, সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
ক্স রাস্তায় নামানোর পূর্বে গাড়ি ক্রটিমুক্ত কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
ক্স ট্রাফিক নিয়ম-কানুন প্রয়োগে আরো কঠোর হতে হবে।
ক্স অতিরিক্ত যাত্রি/মাল বহন বন্ধ করতে হবে।
ক্স ড্রাইভারদের লাইসেন্স প্রদানে কড়াকড়ি নিয়ম চালু করতে হবে।
ক্স ট্রাক, রিকশা, ভ্যান, সাইকেল ইত্যাদি চলার জন্য পৃথক লেনের ব্যবস্থা করতে হবে।

প্রতিবেদকের নাম : আহমেদ জোবায়ের
প্রতিবেদকের ঠিকানা : / উত্তর যাত্রাবাড়ি
ঢাকা।
প্রতিবেদনের শিরোনাম : সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর কত !!
প্রতিবেদন তৈরির সময় : সন্ধ্যা টা
প্রতিবেদন তৈরির তারিখ : আগস্ট ০১, ২০১৫

Blogger দ্বারা পরিচালিত.