ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনি কেনো ব্যর্থ

 পৃথিবীর বিখ্যাত একজন ডিজিটাল মার্কেটার, যাকে সবাই 'দ্যা কিং অফ এসইও' নামে চেনে; সেই নেইল পাটেল ডিজিটাল মার্কেটিং করছেন গত ১৮ বছর ধরে!



ব্র্যায়ান ডিন, যাকে সবাই 'দ্যা লিংক বিল্ডিং মাস্টার' হিসেবে চেনে, তিনি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন গত ১০ বছর ধরে!
র্যান্ড ফিশকিন, ডিজিটাল মার্কেটিং‍‍‍‍‍‍য়ের সাথে জড়িত আছেন ১৫ বছর ধরে, যাকে স্বয়ং গুগল পর্যন্ত ভয় পায় তার কাজের জন্য!
ম্যারি স্মিথ, যাকে সবাই 'দ্যা কুইন অফ ফেসবুক' হিসেবে চেনে; তিনি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন গত ১০ বছর ধরে।
অ্যামি শ্মিটার গত ৭ বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন, যাকে বড় বড় ডিজিটাল মার্কেটার আর উদ্যোক্তারা নাম দিয়েছেন, 'দ্যা ভ্লগিং মেশিন!'
প্যাট ফ্লায়ান, পৃথিবীর বেস্ট ব্লগারদের মধ্যে একজন, যিনি ব্লগিং ও ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন ৯ বছর ধরে।
দেখুন, আপনি হয়তো বছর খানেক কিংবা দু-তিন বছর মার্কেটিং কিংবা ব্লগিংয়ের সাথে জড়িত থাকার পর হাঁপিয়ে গেছেন, কোনো কিছু হচ্ছে না ভেবে ছেড়ে দেয়ার চিন্তা করছেন। কিন্তু উপরের বেস্ট মার্কেটারদের অভিজ্ঞতা আর ধৈর্য থেকে অন্তত এটা তো বুঝতে পারছেনই যে, আঁকড়ে ধরে থাকলে সেটা বিফলে যায় না!
ব্যবসার ক্ষেত্রে কাস্টোমারই শেষ কথা আর মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার বুদ্ধিটাই শেষ বক্তব্য! সুতরাং, অন্যদিকে মাথা না ঘামিয়ে বরঞ্চ লেগে থাকুন না! দেখুন না কি হয়! ❤
Blogger দ্বারা পরিচালিত.