কিভাবে ফাইবারে বায়ার রেকুয়েস্ট পাঠাবেন
বায়ার রিকোয়েস্ট নিয়ে কিছু উপদেশ , (যা কিছুটা নিজের এবং কিছুটা গত কয়েকবছরে এদিক সেদিক থেকে বা উপলদ্ধি থেকে সংগ্রহ করা)
১. শুরুটা অবশ্যই ফর্মাল করা উচিত, যেমনঃ Thank you for your detailing post.
2. এক লাইনে নিজের গল্প শেষ করা, I'm Moin, working as wordpress developer since 2017 here on fiverr/local market
3. তার সমস্যা টা তাকেই বোঝানো , It seems you need a custom website developed using......
4. তাকে একটু সাজেশন/সমাধান দিয়ে বুঝিয়ে দেয়া আপনি তার জন্য বেস্ট I think we can do this this and this.
5. কনভার্শন থট ইম্পলিমেন্ট করা I think we can discuss few more point on inbox, it will help to get desire quality. Also I will able to show my portfolio, I hope you will get something interesting there.
৬। ধন্যবাদ দিয়া দেন
৭। নিজের নাম এবং কাজ রিলেটেড স্পেসিফিক একটা টাইটেল দেন,
Moin Ahmed
Wordpress theme ডেভেলপার
এভাবে ফরম্যাট ফলো করে প্রপোজাল পাঠালে আর তা ক্লায়েন্ট এর চোখে পড়লে ৯৫% কনভার্শন হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।
আর এই ফরম্যাট টা ডিজাইন, ওয়েব বা যেকোনো নিশেই ডিটেইলড ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে ট্রাই করা যায়।
এই ফরম্যাটে আগামী ৩০ টি বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দেখতে পারেন আশা করি ফলাফল পেয়ে যাবেন, ধন্যবাদ৷